তামিম আর মুসফিককে কি বললেন ‘রাসেল’

টি-টোয়েন্টি ক্রিকেটরে কে বড় নাম আন্দ্রে রাসেল । যত ভাল বলার ই হোক না কেন রাসেল সবাইকেই ছক্কা হাকান।
আর তার ছয় গুলো  ও অবাক করা বিশাল বিশাল ছয় ।বর্তমানে দানবীর ব্যাটিংয়ের জন্য বিখ্যাত তিনি । তার পেশি শক্তি কত ? তা তার ছক্কাগুলো থেকেই বুঝা যায় ।তিনি এবার খেলবনে রাজশাহীর হয়ে  । 
রাসেলবে প্রশ্ন করেন এক সংবাদ কর্মী , বাংলাদেশ ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপে কিভাবে ভালো করতে পারবে ?
রা্যেল এর জবাব দেন শারীরিক  শক্তি বাড়ানোর বিষয়টি । বেশি করে পুডিং জাতীয় খাবার, মিষ্টি আলু ও কলা খেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে বলব বাংলাদেশের ক্রিকেটারদের। রাসেলের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
রাসেল বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ভালোবাসেন। ‘সংক্ষিপ্ত’ এবং ‘বেশি মজা’র কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের তুলনায় বিপিএল তাঁর বেশি পছন্দের টুর্নামেন্ট। তাঁর ভাষায়, ‘এ টুর্নামেন্ট অনেক মজার। দুনিয়ার এ প্রান্তে সব সময়ই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। তাই দ্বিতীয়বার ভাবিনি।

বিপিএল রাসেলের মত াক্রকেটার পেয়ে খুশি  । তার কাছ থেকে অনেক কিছু শেখার াছে বাংলাদেশের ।

Post a Comment

0 Comments