ইংলেন্ডকে বাঁশ দিলেন লংকানরা ! বাংলাদেশের জন্য বড় দাক্কা

 বাংলাদেশকে টপকে গেল লংকান রা 

বাটলার ১০, মঈন আলি ১৬, ওকস ২, আদিল রশিদ ১, জোফরা আর্চার ৩ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত নুয়ান প্রদীপের বলে উইকেটের পেছনে পেরেরার হাতে মার্ক উড ক্যাচ দিতেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার জয়।

৩ ওভার হাতে ছিল তখনও ইংল্যান্ডের। উইকেট ধরে রাখতে পারলে জয় অসম্ভবও কিছু ছিল না। কিন্তু মালিঙ্গা (১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট, ধনঞ্জয়া ডি সিলভা (৮ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট), ইসুরু উদানা (৮ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট) ইংলিশদের উইকেটে টিকে থাকতে দিলো না।

দুর্দান্ত বল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন  লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সেমিতে যেতে হলে সব ম্যাচ জিততে হবে এবং যেসব দলের পয়েন্ট বেশি তাদের হাড়তে হবে ।

নয়ত বাংলাদেশ সেমিতে যেতে পারবে না ..!

Post a Comment

0 Comments