পড়াশোনা শেষ করে কি করতে চান ? তা নিয়ে চিন্তা করছেন...!

অনেক ছেলে -মেয়েরা পড়াশোনা শেষ করে কি করবে তা নিয়ে অনেক চিন্তিত থাকে  । আমি আজ আপনাকে  একটি পথ দেখাবো যদি আপনি চান কিছু করতে  । যদি আপনি এখন বেকার থাকেন । চাকরি খুজছেন পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আমি নিচে কিছু আইডিয়া দিব হয়ত আপনার কাজে আসতে পারে ।



টিউশনি :   আপনি যদি চান ভাল টাকা ইনকাম করবেন চাকরি না করে তাহলে আপনি টিউশনি করতে পারেন । যদি আপনি English, Math , Accounting, Finance, Physics এমন আর সাবজেট আছে যার চাহিদা অনেক তাই আপনি কোন একটা সাবজেট ভাল পারলে তা নিয়ে টিউশনি করলে মাসে ১০,০০০-২০,০০০ এমনকি আরও বেশি ইনকাম করতে পারবেন  । এটা নির্ভর করবে আপানার উপর।

ফ্রিলান্সসিং ও আউটসোর্সসিং :    আউটসোর্সসিং করে বর্তমানে অনকে যুবক তাদের জীবিকা চালাচ্ছে । এটার অনকে প্রমান আছে । আপনি ও পারবেন যদি বর্তমানে অনকে প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে  আউটসোর্সসিং  শিখিয়ে থাকে আপনি কোন একটা বিষয়ের উপর র্কোস করে কাজ শুরু করতে পারনে ।সরকার প্রতি জেলায় বিনা খরচে  আউটসোর্সসিং  শিখাচ্ছে আপনি এখানে ও শিখতে পারেন ।

ব্যবসায়:  অনেক এ টাকার অভাবে আবার অনেক এ লজ্জায় ব্যবসা করতে চায় না । আমার এক বন্দু পোল্টি ব্যবসায় করে আজ ভাল ভাবেই চলছে আবার পাশাপাশি পড়াশোনার খরচ চালাচ্ছে । আরও অনেক ব্যবসায় আছে পড়াশোনার পাশাপাশি করতে পারেন  ।


আমার পোষ্ট ভাল লাগলে কমেন্ট করবেন । আর  নিজে কিছু না করতে পারলে অন্য কে কিছু করা থেকে বিরত করবেন না । 

Post a Comment

0 Comments